চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি::হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের বর্তমানে ফিলিপ বসবাসরত শিক্ষা মাহফারা শিক্ষার সফরে অস্ট্রেলিয়া গমন করেছেন। তিনি মোস্তাফিজ চৌধুরী মাসুদর বড় মেয়ে। মাসুদ দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ফিলিপিন্সের একটি এনজিওতে চাকরি করছেন।
জানা গেছে, মাহফারা চৌধুরী ফিলিপিন্স লার্শাল গ্রিন হিলস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বর্তমানে তিনি শিক্ষা সফরে সিডনি অস্ট্রেলিয়া গমন করেছেন। অস্ট্রেলিয়া অবস্থানকালে দেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির উপর প্রশিক্ষণ গ্রহণ করবে।