সিলেটপোস্ট ডেস্ক::কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার উদ্যোগে বালাগঞ্জ ও রাজনগর উপজেলার মধ্যবর্তী মাইজাইল হাওর সংলগ্ন-দুর্গত এলাকা সমূহে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে- আগলাপুর, আলমপুর, তেঘরিয়া, ছিন্নাতপুর, একাচিকন, ফুলতইল, সারসপুর এলাকা।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলোÑআলু, পিয়াজ, তেল, লবন, ডাল, চিড়া, গুড়, মুড়ি, দিয়াশলাই, ওরস্যালাইন, মোমবাতি।
কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার সেন্টার আর্ডেন্টিয়ার ও মোমেন্টিয়ার অধ্যাপক শেখ আব্দুর রশিদের নেতৃত্বে গত রোববার (২৩জুন) অনুষ্ঠিত খাদ্য বিতরণ কর্মসূচিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে মো: বদরুল ইসলাম, মো: জয়নুল আবেদীন, আমির উদ্দিন পাবেল, এইচ এম কাওছার আহমদ, মো: আব্দুল কাদির, মাহদি হুমায়ুন, মোহিন আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।
বন্যার্তদের মধ্যে খাবার বিতরণকালে অধ্যাপক শেখ আব্দুর রশিদ বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের জন্য কাজ করা উচিত। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত¦। তাই আমাদের বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে কোয়ান্টাম ফাউন্ডেশন-এর পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানাচ্ছি। এটা সম্ভব হলে বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।