সিলেটপোস্ট ডেস্ক::শহীদ জননী মহীয়সী নারী জাহানারা ইমামের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহীদ জননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিার স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭১ এর ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সহ সভাপতি আব্দুল কাদির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি মনোজ কপালী মিন্টু, নুরুল হুদা চৌধুরী কয়েছ, শাহজাহান আহমদ চৌধুরী, কালাম আহমদ, মো. তজমুল হোসেন, এডভোকেট দিদার আহমদ, গোলাম মৌলা চৌধুরী, সিরাজুল ইষলাম সুরুকী প্রমুখ।