সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় মা ও শিশুর জন্য ব্রেস্ট ফিডিং কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। গত মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন ও পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী এ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
এসময় সিলেট রেঞ্জ ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিশ্বম্ভরপুর থানা পরিদর্শন, সালাম ও অভিবাদন গ্রহণ শেষে বিশ্বম্ভরপুর থানায় নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নার এবং পুলিশ সদস্যদের জন্য একটি অভ্যন্তরীণ লাইব্রেরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ পিপিএম-সেবা (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিকসহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।
পঠিত : 26