সিলেটপোস্ট ডেস্ক::বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রববার (২৮ জুন) বাদ জুম্মার পর নগরীর ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া জামেয়া মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, বিএনপির প্রতিষ্টাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও আরাফাত রহমানেররুুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সহ সভাপতি সাজু গাজী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিনাজ পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ওয়ার্ড বিএনপি’র সদস্য আলী হোসেন মুক্তার, ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুব বিষয় সম্পাদক সম্পাদক নয়ন আহমদ রিপন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুখ।
পঠিত : 21