ওসমানীনগর প্রতিনিধি::ওসমানী নগরে বন্যা পূর্বাভাসন কেন্দ্রে পাঁচশত পরিবারের মধ্য গোয়ালা বাজার ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে হাসান ফাউন্ডেশনে উদ্ধোগ্যে পাঁচশতাদিক পরিবার মাজে রান্না করা খাবার বিতরন করা হয়েছে ।
যুক্তরাজ্য ভিত্তিক হাসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর হাসান বাংলাদেশের অসহায় মানুষের জন্য মানুষের চিন্তা করে হাসান ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে বন্যা ও করোনা মহামারীর সময়ও ভয়াবহ বন্যা ২০২২শের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য খাতে অসহায় রোগীদের নগদ অর্থ সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করে আসছে। আশ্রয় কেন্দ্র মধ্য লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মন গ্রাম হযরত শাহজালাল সিনিয়র মাদরাসা,করনশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, করনশী হযরত শাহ সুলাইমান করনী দাখিল মাদরাসা,এহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কলারাই বাজার আশ্রয় কেন্দ্র।
আজ শনিবার সারাদিনব্যাপী হাসান ফাউন্ডেশন এর পক্ষে কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গয়াছ মিয়া ও হাসান ফাউন্ডেশনের বাংলাদেশের প্রদিনিধি মো: ইয়াওর আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মন্নান বক্স, আবু, শিপু চৌধুরী, সমাজসেবক জনাব মুনীর আহমদ, মিজানুর রহমান, দিদার আহমদ, হাসান ফাউন্ডেশনের সদস্য ইয়াছিন আলী, সুহান আহমেদ, দিনার আহমেদ, জাহান মিয়া, মানিক মিয়া।