সিলেটপোস্ট ডেস্ক::বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে সিলেটের জকিগঞ্জ উপজেলা সীমান্তিক। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ইউ.এস.এ.আইডি এর সহযোগিতায়, এস এম সি ব্যবস্থাপনায় একটি র্যালী বের করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অন্তর্ভুক্তিমূলক উপাও ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি”।
র্যালি ও আলোচনা সভা উপস্থিত ছিলেন সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম তাপাদার, নতুন দিন সিলেট জেলা ডিস্টিক টিম লিডার মো: আব্দুল হামিদ, সীমান্তিক ক্লিনিক ম্যানেজার কাজী জাকারিয়া, উপজেলা সুপার ভাইজার মোঃ খালেদ আহমদ, সীমান্তিক নতুন দিন জকিগঞ্জ অফিসের সিএম ও প্যারামেডিক এবং জকিগঞ্জ উপজেলার জি এস এম গণ।