সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান

সিলেটপোস্ট ডেস্ক::মে মাসের শেষ দিক থেকে সিলেটে শুরু হয়েছে দফায় দফায় বন্যা। আর এ বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান। প্রতিদিনই বড় ছোট একাধিক চালান ধরা পড়লেও মূলহোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কখনো নৌকায়, কখনো ট্রাক, পিকআপ কিংবা সিএনজি অটোরিক্সায় করে চিনি পাচার হচ্ছে। মূলত চিনির বাহকরা দফায় দফায় আটক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সিলেটে ১ লাখ ১৯ হাজার ৬শ কেজি ভারতীয় চোরাই জব্দ করেছে ডিবি পুলিশ। যার মূল্য প্রায় দেড়কোটি টাকা। এসময় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিলেটের শাহপরান ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৭টি ট্রাক আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা অবৈধ চিনির চালান জব্দ করে।
আটকৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রামানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), পাবনা সদর থানার নাজিরপুর (কাজিপাড়া) গ্রামের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২), একই গ্রামের মো. সিরাজ সিরাইয়ের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর জেলার সদর থানার মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
অভিযোগ রয়েছে- চিনিসহ ভারতীয় পণ্য চোরাচালানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী- এমনকি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সরাসরি মদদে সিলেট সীমান্ত দিয়ে একের পর এক আসছে চিনিসহ ভারতীয় নানা পণ্য। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে লাখ লাখ টাকার চিনিসহ ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য।
গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির ওই চালানের ঘটনায় ৪ জন চালক আটক হলেও মূল হোতাদের একজনও ধরা পড়েনি। গত কয়েক মাসে সিলেটে অন্তত অর্ধশত কোটি টাকার চোরাই চিনি জব্দ করেছে পুলিশ, বিজিবি।
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলার মধ্যে চোরাই চিনি চোরাচালানের রুট গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট। আর এসব চিনি চোরাচালানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এমনকি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদেরও নাম উঠে এসেছে। চোরাই চিনি ছিনতাইয়ের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী, ডাউকি নদী, জিরো পয়েন্ট, লামাপুঞ্জি, গুচ্ছগ্রাম, সংগ্রামপুঞ্জি, তামাবিল, নলজুরী দিয়ে ভারতীয় চোরাই চিনি প্রবেশ করে। বন্যার আগে এসকল সীমান্ত দিয়ে আসা চোরাই চিনির চালান হাদারপাড়ে নেওয়া হতো। এরপর ট্রাক, পিকআপ কিংবা অন্য ছোটো যানবাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হতো হরিপুরে। আর বন্যায় গোটা উপজেলা প্লাবিত থাকায় বর্তমানে সীমান্ত থেকে সরাসরি নৌকাযোগে চোরাচালান নিয়ে যাওয়া হয় জৈন্তাপুরের হরিপুরে। জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, আলুবাগান শ্রীপুর। আদর্শগ্রাম, মিনাটিলা, কেন্দ্রী, ডিবির হাওর, আসামপাড়া, টিপরাখলা, করিমটিলা, নয়াগ্রাম, অভিনাশ টিলা, বাঘছড়া, রাবারবাগান, বালীদাঁড়া সীমান্ত এলাকা দিয়েও আসে চোরাই চিনি।
এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বরম সিদ্ধিপুর, মাঝেরগাঁও, উৎমা, লামাগ্রাম, নারাইনপুর, চিকাডহর ও ছনবাড়ি দিয়েও চিনির চোরাচালান আসে। অপরদিকে কানাইঘাট সীমান্ত এলাকা চিনি চোরাচালানের নিরাপদ রুট। এ উপজেলার সুরইঘাট সুনাতনপুঞ্জি, বাউরবাগ ২য় খণ্ড, বাউরবাগ ১ম খণ্ড, নয়াখেল, বড়বন্দ, লোভা, নুনছড়া আলুবাড়ী, নিহালপুর ও নিহালপুর আমরতল দিয়েও আসে ভারতীয় চিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চোরাই পণ্য ঠেকাতে মহানগর এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে ৬টি থানা ও গোয়েন্দারা। চোরাই পণ্য জব্দ করার সময় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয় এবং পরবর্তীতে চার্জশিভুক্ত আসামিও করা হয় তাদের। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্য যাদের নাম আসে তাদেরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে পুলিশ। চলতি বছরের ৬ মাসে সিলেট জেলা পুলিশ ও  সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় চোরাই চিনি চোরাচালানের ঘটনায় মোট ৬১টি মামলায় গ্রেফতার হয়েছে ১৪৭ জনকে।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.