সংবাদ শিরোনাম
নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «   তারেক রহমান আইনী ব্যবস্থার মাধ্যমে অচিরে দেশে ফিরে আসবেন”-এম এ মালেক  » «   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন  » «   জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০০ নৌকাসহ বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত  » «   সিলেটের দুই হোটেলের বিরুদ্ধে মালপত্র আটকে হয়রানির অভিযোগ যুক্তরাজ্য প্রবাসীর  » «   ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «  

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ‘কসমিক্ রে’ দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো

সিলেটপোস্ট ডেস্ক::নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এর কেন্দ্রীয় ব্যান্ড সংগীত ক্লাব ‘কসমিক্ রে’ এর  দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়। শনিবার (১৩ জুলাই) বিকেল ৩ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠ^ান শুরু হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন ঘোষণা করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য  ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রধান অতিথির বক্তব্যে এনইইউবি উপাচার্য বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না পাশাপাশি সাং¯কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। দেশীয় সংস্কৃতি ধারণ ও লালন করতে হবে।

তিনি বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ সবরুল করিম ও সেক্রেটারি প্রসেনজিৎ চন্দ পলাশসহ কমিটির সকল সদস্য এবং পুরাতন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের নিরলস প্রচেষ্টায় প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হওয়ায় ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে সর্বক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রর শাহজাদা আল সাদিক, ফিনান্স ডিরেক্টর অশোক রঞ্জন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

দশ বছর পূর্তি উপলক্ষে  ডি-রিম- নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট শহরের ব্যান্ড এবং  কসমিক রে- নর্থ ইস্ট   ইউনিভার্সিটি বাংলাদেশ অংশ নেয়।

অনুষ্ঠানটিতে কসমিক রে এর পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মনজুর কাদির শাফি চৌধুরী এলিমকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রফেসর ড. মো.ইলিয়াস উদ্দিন বিশ্বাস কসমিক রে এর উপদেষ্টা মো. আমির হোসেন এবং পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফারহান মাসুদ ভূঁইয়া ও ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী দিপা সিনহা। অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.