সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ‘কসমিক্ রে’ দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো

সিলেটপোস্ট ডেস্ক::নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এর কেন্দ্রীয় ব্যান্ড সংগীত ক্লাব ‘কসমিক্ রে’ এর  দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়। শনিবার (১৩ জুলাই) বিকেল ৩ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠ^ান শুরু হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন ঘোষণা করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য  ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রধান অতিথির বক্তব্যে এনইইউবি উপাচার্য বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না পাশাপাশি সাং¯কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। দেশীয় সংস্কৃতি ধারণ ও লালন করতে হবে।

তিনি বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ সবরুল করিম ও সেক্রেটারি প্রসেনজিৎ চন্দ পলাশসহ কমিটির সকল সদস্য এবং পুরাতন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের নিরলস প্রচেষ্টায় প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হওয়ায় ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে সর্বক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রর শাহজাদা আল সাদিক, ফিনান্স ডিরেক্টর অশোক রঞ্জন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

দশ বছর পূর্তি উপলক্ষে  ডি-রিম- নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট শহরের ব্যান্ড এবং  কসমিক রে- নর্থ ইস্ট   ইউনিভার্সিটি বাংলাদেশ অংশ নেয়।

অনুষ্ঠানটিতে কসমিক রে এর পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মনজুর কাদির শাফি চৌধুরী এলিমকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রফেসর ড. মো.ইলিয়াস উদ্দিন বিশ্বাস কসমিক রে এর উপদেষ্টা মো. আমির হোসেন এবং পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফারহান মাসুদ ভূঁইয়া ও ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী দিপা সিনহা। অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.