সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার মুগরাইন হাওরে এই মর্মান্তিক মৃত্যুও ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার পূত্রবধূ পিপাসা আক্তার (২১)। তারা সম্পর্কে বউ-শাশুড়ি হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রেজিয়া ও তার পুত্রবধূ পিপাসা আক্তার বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। হাওরের উত্তাল ঢেউয়ের মাঝে গোসল করতে নেমে শাশ্বড়ি রেজিয়া আক্তার পা পিছলে পানির প্রবল স্রোতে তুলিয়ে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও পানির স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুইজনের মৃত্যুও সংবাদ নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।