সিলেটপোস্ট ডেস্ক:: গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার আমকোনা সরকারী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের এই উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার বন্যাকবলিত নারী, পুরুষ, বয়োবৃদ্ধরা এসে উপহারের চালের ব্যাগ হাতে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, আব্দুল মুমিত মেম্বার, দিলবি বেগম মেম্বার, মুক্তিযোদ্বা মনোহর আলী, মনসুর আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, ময়নুল ইসলাম লাল, লিটন আহমদ, শাহার উদ্দিন প্রমুখ