সিলেটপোস্ট ডেস্ক::বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণমিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বুধবার বিকেল ৩টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ছাত্রজনতার ধাওয়ারমূখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাকে স্বদেশের মাটিতে এনে হাজার হাজার গুম হত্যার বিচার করতে হবে। সাংবাদিক এটিএম তুরাব সহ সিলেট গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ নেতাকর্মীদের গুম করার বিচার করতে হবে। স্বৈরাচারের সকল মন্ত্রীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তারা যদি সিলেটের রাস্তায় নেমে কোন অরাজকতা করতে চায়, তাহলে উচিৎ জবাব দেয়া হবে। সর্বোপরি খুনি হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে।
অবস্থান কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। গণমিছিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। গণমছিলে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন দলটির নেতাকর্মীরা।