সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব বহিস্কার, ভারপাপ্ত আব্দুল আহাদ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের জরুরি সভায় সকলের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে সংগঠনের সভাপতি রকিব আলীকে বহিস্কার করা হয়।

শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের এক জরুরি সভা অনুষ্টিত হয়। এতে সংগঠনের নিয়ম বহির্ভূত কাজের সাথে জড়িত ও অনিয়ম-দূর্নীতির দায়ে সংগঠনের সভাপতি রকিব আলী ও তার সহযোগীদের বহিস্কার করা হয়েছে। এতে সবার সম্মতিক্রমে সংগঠনের ভারপাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল আহাদ। তিনি সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সর্বদলীয় হকার ঐক্ষ্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খোকন ইসলাম বলেন, ‘ সংগঠনের সভাপতি রকিব আলী নিরোহ হকারদের জিম্মি করে তাদের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছে। এছাড়া সে তার চক্রের সদস্য রুমন, সুমন, ছাদেকুল, অর্জুন মজুমদার, লিটন, মানিকুল ইসলাম, কিবরিয়া সহ একটি চাঁদাবাজ চক্রকে নিয়ে মাঠের পূর্ণবাসনর্কৃত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অপরাধে তাদের সকলকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। ভূক্তভোগী হকাররা ফেসবুক লাইভের মাধ্যমে চাঁদাবাজির বিষয়টি তোলে ধরেন। এতে করে সংগঠনের সুনাম ক্ষুন্ন করা হয়। ভূক্তভোগীরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সংগঠনের স্বার্থে তাকে বহিস্কার করছি। তার চাঁদাবাজির দায় সংগঠন নিবে না।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম, শাহজান সাজু, রুহুল আমিন রুবেল, জানে আলম, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক একরাম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক দীপু আহমদ, অর্থ সম্পাদক রফিক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ফকির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, পিয়ার হোসেন, আনোয়ার, হারুন, কাবুল, কাশেম, আব্দুস সালাম, রুবেল আহমদ, দুলাল মিয়া, মোহাম্মদ আলী, মিজান প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.