ওসমানীনগর প্রতিনিধি::‘সত্য ও ন্যায়ের পক্ষে’ স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন ‘ওসমানীনগর প্রেসক্লাব’ গঠন করা হয়েছে। ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে শনিবার ওসমানীনগর প্রেসক্লাব আত্মপ্রকাশ করে।
শনিবার বিকালে উপজেলার তাজপুর বাজারে ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের এক সভায় ‘ওসমানীনগর প্রেসক্লাব’ এর কমিটি গঠন করা হয়। দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শারীফ আহমদ চৌধুরীকে সভাপতি ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি হারুন রশিদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মলয় চক্রবর্তী (বাংলা টিভি ও ডেইলী ইন্ডাস্ট্রি), রনিক পাল(দৈনিক আমাদের সময় ও শুভ প্রতিদিন) সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়া (মুভি বাংলা টিভি), কোষাধক্ষ্য ইব্রাহিম খান ইমন (জাগ্রত বাংলা),দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া (টিভি ওয়ান ইউকে), সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস (আজকের সিলেট মাল্টিমিডিয়া), প্রচার সম্পাদক জুয়েল আহমদ (সুরমা সিলেট), কার্যনির্বাহী সদস্য শেখ ফয়ছল আহমদ (দৈনিক ভোরের ডাক), মো:আব্দুস সহিদ (দৈনিক মানব জমিন), সদস্য শশাংক চৌধুরী (দৈনিক গনতদন্ত), সঞ্জব আলী (সবুজ প্রতিদিন), নাজমুল ইসলাম (ভোরের পাতা)।
সভায় সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি ওসমানীনগরের অপরাধ নির্মূল ও সামগ্রীক উন্নয়নে সাংবাদিকরা ধারাবাহিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।