সিলেটপোস্ট ডেস্ক::‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের মু্িক্তর সনদ রচনা করেছে। এরই ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ রচনায় আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। এক্ষেত্রে লেখকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক আন্দোলনে কবি নজরুলসহ লেখকদের লেখা আন্দোলনকারীদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত সংহতির কবিতা পাঠের আসরে সভাপতির বক্তব্যে বিশিষ্ট বাচিকশিল্পী-কবি সালেহ আহমদ খসরু এ কথা বলেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৯০তম সাহিত্য আসরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমুসাস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. মো. মাশুকুর রহমান, জাসাস সিলেট মহানগরের সদস্যসচিব রায়হান হোসেন খান। সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলির সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার এবং কোরআন তেলাওয়াত করেন কবি শামসীর হারুনুর রশীদ।
কবিতাপাঠে অংশ নেন কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি মাহফুজ জোহা, গল্পকার আহমদ জুয়েল, কবি সুফি আকবর, নূর মোহাম্মদ বাশার, ছড়াকার জুবের আহমদ সার্জন, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, গীতিকার ওমর ফারুক, ইশরাত হাসান লিপি, তাসনিয়া আহমদ লিলি, আরমান আহমদ আফ্রিদি প্রমুখ।