সংবাদ শিরোনাম
সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «  

আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন

সিলেটপোস্ট ডেস্ক::আজ বৃহস্পতিবার পদত্যাগ করতে পারে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়  প্রধান নির্বাচন কমিশনার সিইসি আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি আজ বৃহস্পতিবার জানাবেন। তবে পদত্যাগ করবেন কি না তিনি তা বলেননি। ইসি সূত্র জানায়, পদত্যাগের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

আপনারা কি পদত্যাগ করবেনÑ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আসছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও কমিশনের পদত্যাগের দাবি উঠেছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন সিইসিসহ নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন কোনো কোনো নির্বাচন কমিশনার। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলন করলে তারা অংশ নেবেন না। কারণ, সংবাদ সম্মেলন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

কমিশনের অন্য ৪ সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানও একই দিনে নিয়োগ পান। নিয়োগের এক দিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে তারা শপথ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.