সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন

সিলেটপোস্ট ডেস্ক::আজ বৃহস্পতিবার পদত্যাগ করতে পারে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়  প্রধান নির্বাচন কমিশনার সিইসি আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি আজ বৃহস্পতিবার জানাবেন। তবে পদত্যাগ করবেন কি না তিনি তা বলেননি। ইসি সূত্র জানায়, পদত্যাগের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

আপনারা কি পদত্যাগ করবেনÑ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আসছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও কমিশনের পদত্যাগের দাবি উঠেছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন সিইসিসহ নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন কোনো কোনো নির্বাচন কমিশনার। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলন করলে তারা অংশ নেবেন না। কারণ, সংবাদ সম্মেলন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

কমিশনের অন্য ৪ সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানও একই দিনে নিয়োগ পান। নিয়োগের এক দিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে তারা শপথ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.