সংবাদ শিরোনাম
সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «  

বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ খেলায়ত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, প্রায় ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যূত্থানে মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা ধিকৃত মানুষ। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। তিনি বলেন, এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যাকান্ডের বিচার করতে হবে। তিনি সিলেটসহ সারাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। আল্লামা মামুনুল হক বলেন, সারাদেশের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দিপনা সৃষ্টি হয়েছে। তিনি সিলেটের নিহত সাংবাদিক এটিএম তুরাব, শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্ধ সেন এবং গোলাপগঞ্জ সহ ছাত্র আন্দোলনে সকল নিহতদের মাগফেরাত কামনা করে সুষ্টু বিচার ও তাদের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহদের স্মরণে ও বিচারের দাবিতে ঐতিহাসিক রেজিস্টারী মাঠে মহানগর শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশাল এ সমাবেশ ।

বিশাল সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতা উল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট বিভাগীয় কমিটির সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ব্যারিষ্টার মওলানা সালেহ আহমদ হামিদী, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, সহ-সভাপতি ক্বারী মাওলানা ওয়াদুল্লøাহ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল মান্নান, কাজী জুনেদ আহমদ, মহানগর সহ-সভাপতি হাফিজ হারুনুর রশিদ, ডাঃ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, এম আর রশিদ, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জালালাবাদ ইমাম সমিতি জেলা সেক্রটারী মাওলানা হুসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সহ-সেক্রেটারী ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, জেলা সহ-সেক্রেটারী মাওলানা মুতাছিম বিল্লাল জালালী, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা ওজিরুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, হাফিজ সিরাজ উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুর রব, মাওলানা আফতাব নোমানী, মাওলানা শিহাবুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাসুক, মাওলানা জিলাল আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মালিক, ডাঃ হাবিবুর রহমান জাহান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শিহাব উদ্দিন, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা মুহামিন, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শাব্বির আহমদ, হাফিজ সাইফুল ইসলাম, শাব্বির আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আনসার আহমদ, মাওলানা নজমুল ইসলাম নোমানী, মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা আবু বকর সিরাজী, মাওলানা নুর উদ্দিন আহমদ, ক্বারী হুসাইন আহমদ, ফয়জুল ইসলাম ফয়েজ, আব্দুস সামাদ, মাওলানা শফিকুর রহমান, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা আমিন আহমদ রাজু, মহানগর দায়িত্বশীল হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, ইসলামী ছাত্র মজলিস পশ্চিম জেলা সভাপতি রুহুল আমিন জাকারিয়া, পুর্ব জেলা সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.