সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

ইসলামী আন্দোলন সিলেট এর যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক::ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, বিগত প্রায় ১৬ বছর পর স্বৈরশাসক শেখ হাসিনার নির্লজ্জ পতনের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এখন আমাদের কাজের সুযোগ এসেছে। আমরা যদি রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সকল জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত করতে চাই, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে। আর ইসলামকে ক্ষমতায় নিতে হলে আমাদেরকে বেশি বেশি দাওয়াতের কাজ করতে হবে। জনবল এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করতে হবে। জনগণের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার চেতনা ফিরিয়ে আনতে হবে। তৃণমূলে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। এজন্য যা যা প্রয়োজন তাই করতে হবে। তখনই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের কাঙ্খিত স্বপ্ন গণ বিপ্লবের মাধ্যমে এদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যে মূলনীতির মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিলো কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় যা বিগত ৫৩ বছরেও আমরা অর্জন করতে পারিনি। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। তবেই আমরা একটি আধুনিক, স্মার্ট, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে পারব।
তিঁনি শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার সকাল ১০টায় নগরীর বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নগর আন্দোলনের সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কে এম ফখরুল ইসলামের সঞ্চালনায় এ যৌথ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।

আরো উপস্থিত ছিলেন, জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, নগর আন্দোলনের সাবেক উপদেষ্টা মাওলানা রেদওয়ানুল হক্ব চৌধুরী রাজু, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক,  মহানগর সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, জেলা দফতর সম্পাদক রাশিদুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী আবু আহমদ, নগর আন্দোলনের সদস্য আলহাজ্ব ইসহাক আহমদ, জেলা সদস্য জনাব আব্দুল কারীম, যুব আন্দোলন নগর সভাপতি জাকির আহমদ, ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আলবাবুল হক্ব চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.