সিলেটপোস্ট ডেস্ক::সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট মহনগর কৃষকদলের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বাদ আসর দেশের স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ,সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা ভাষা সৈনিক এম সাইফুর রহমান এর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল,দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক ও মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, এগারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী লাহিন,সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মখর।
এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের নেতা,এ কে এম শাহজাহান, ফখর উদ্দিন,শেখ লুৎফুর রহমান,তফজ্জুল আহমদ, তাহের আলী সুমন,শামীম আহমদ,আব্দুল নুর,নুরুল ইসলাম, শফিক আহমদ চৌধুরী, আব্দুল শহিদ, পলাশ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান, সুলেমান আহমদ সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৯ সালের এই দিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে মাইক্রোবাসযোগে ঢাকা আসার পথে আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী।