সিলেটপোস্ট ডেস্ক::গোলাপগঞ্জের বাগিরঘাটে আলাল দিপা ফান্ডেশন ও জেনারেশ ডনেশন ওয়্যার মেইড বাই ফারিদ, ফারিয়া, সাজেদা এন্ড ফারিজা মোহাম্মদ এলং ওয়িথ সাইফ মোহাম্মদ এবং তানিশা ট্রাক্স এন্ড নোটারী সার্ভিস এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার বাঘিরঘাটে এলাকার বিশিষ্ট মুরুব্বী বাবুল মিয়ার সভাপতিত্বে ৭০টি অসহায় পরিবারকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক গোলসান আহমদের সঞ্চালনায় উপস্থিতি ও বক্তব্য রাখেন, সমাজসেবক শাহজান উদ্দিন, রিপন আহমেদ, জাবলু আহমদ,আব্দুল মন্নান, আবুল লেইস, বুহান উদ্দিন, দুলা মিয়া, বাচ্চু মিয়া, কবির মিয়া, জসিম মিয়া প্রমুখ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, পিয়াজ, আলু, রসুন, তৈল, বড় ১টি বড় মুরুগ।