পরিবহন নেতা তাজুল ইসলামকে বিভিন্ন মহলের শুভেচ্ছা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৪ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলার ট্রাক
পিকআপ কাভার ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় হাজী তাজরুল ইসলাম তাজুলকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে সুশীল মহল জানান, তাজুল ইসলাম দক্ষিণ সুরমার রাজপথের লড়াকু বর্ষীয়ান রাজনীতিবিদ। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করার অকুতোভয় সাহসী বীর হিসেবে তাজুল ইতিপূর্বে পরীক্ষিত সৈনিক। আমরা আশা করি, তাজুল ইসলামের হাত ধরে সিলেটের পরিবহন সেক্টরে সমৃদ্ধি আসবে।
বিবৃতিতে শুভেচ্ছা জানান, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজী নানু মিয়া, সহ সভাপতি রোশন খান, বিএনপি নেতা ফজলু মিয়া, দৈনিক যায়যায়দিন ও নাগরিক টিভি সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক কাইয়ুম উল্লাস, লালাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশীক আলী, সাধারণ সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, যুবদল নেতা ফয়সল খান প্রমুখ।