সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা মাসরুর রাসেলক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হল রুমে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা জাসাসের সদস্যসচিব রায়হান এইচ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, শাওন আহমদ, রাসেল আহমদ,  সিরাজুল ইসলাম, মোস্তাক আহমদ, মহানগর বিএনপি নেতা ওজী মো. কাওসার, আলী হায়দার মজনু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম, জেলা যুবদল নেতা আবু শাহীন, সিকৃবি ছাত্রদল নেতা বাফিল আহমেদ অরিত্র, ফাহাদ ভূইয়া, যুবদল নেতা রুবেল আহমদ, ইমাম মো. জহির, সাদী খাঁন, সাব্বীর বাবু, ছাত্রদল নেতা আশরাফুল আলম মাহী, আজমল হোসেন অপু, এস এম শোয়েব আহমদ, ফয়েজ আহমদ, ইয়াসির আরাফাত, জেলা যুবদল দেলোয়ার হোসেন ও আবুল কালাম বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন সময়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই দুই কমিটিতে একঝাঁক তারুণ্যদ্বীপ্ত নেতা স্থান পেয়েছেন, যারা গত ১৫টি বছর হামলা-মামলায় জর্জরিত ছিলেন। দলের জন্য জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন তারা।
এরই মাঝে অন্যতম জেলা যুবদলের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক- আমাদের অত্যন্ত স্নেহভাজন মাসরু রাসেল। তার কাছ থেকে সমাজ অনেক ভালো কাজ উপহার পাবে, সেই সঙ্গে দল পেয়েছে একটি বলিষ্ট নেতৃত্বের হাত। আগামী দিনে  সিলেটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে নিশ্চয়।
তিনি বলেন- যুবদল বিএনপির মূল ভ্যানগার্ড। বিএনপির সকল জাতীয় ইস্যু বা দাবি বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করে। সিলেট যুবদল আগামীর জাতায়ীবাদী গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সাম্যের দেশ গঠনে গুরুত্বপূর্ণ অংশ হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মাসরুর রাসেল বলেন- দল আমাকে মূল্যায়ন করেছে এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। অতীতের মতো সিলেট জেলা যুবদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনে প্রাণপণ লড়ে যাবে। এছাড়া জেলা যুবদল দল হবে সিলেটবাসীর নির্ভরতার জায়গা।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.