সিলেটপোস্ট ডেস্ক::আজ ৩০ সেপ্টেম্বর সোমবার ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টের কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সদস্যরা।
ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এবং জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুর নেতৃত্বে ঐ দলে সংগঠনের ২৩ জন সদস্য অংশ নেন।
উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের নাগরিকদেরকে কমিউনিটি কর্মকান্ডের সাথে বেশি করে সম্পৃক্ত করা। এরই অংশ ছিল ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টে ট্রাস্টের সদস্যদের ভ্রমণ।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ইউকের সদস্যদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তারা হলেন- ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন, ইসি মেম্বার মোহাম্মদ সুলতান আহমদ, রোমান আহমদ চৌধুরী, দুলাল আহমদ, সুমন ইসলাম, এসোসিয়েট মেম্বার শামীম আশরাফ, বিলাল হোসেন, মহিরুন নেছা, তাসলিমা খানম জুহি, খাদিজা তালুকদার লিমা ,তাহমিনা আক্তার প্রমুখ।