
এ সময় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে বালু বোঝাই দুটি নৌকা জব্ধ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন কারিরা পালিয়ে যাওয়াতে তাদের আটক করা যায়নি বলে জানান পুলিশ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভূগর্ভে বড় বড় গহ্বরের সৃষ্টি হচ্ছে এবং পানির চাঁপ বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়সহ লোকালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।