সিলেটপোস্ট ডেস্ক:;বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হলেন আল হাসান মিলাদ। বয়স কম হলেও জনপ্রিয়তার দিকে অন্যতম। তিনি ইন্টারন্যাশনাল টেকনোলজি অব বাংলাদেশ (আইটিবি) এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ সহ বিশ্বের উচ্ছপদস্থ ব্যাক্তিরা ইন্টারন্যাশনাল টেকনোলজি অব বাংলাদেশের নিয়মিত কাস্টমার হিসেবে রয়েছেন। বেশিরভাগই ফুটবলার, ক্রিকেটার, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন।
আল হাসান মিলাদকে ০৪/১০/২০২৪ইং সকাল অনুঃ ১০.০০ ঘটিকায় কে বা কাহারা Facebook ID Name: Md Hasnaien Ahmed, Id link: (https://www.facebook.com/
আল হাসান মিলাদ বলেন, আমার নামে এই প্রথমবারের মতো কোন ব্যাক্তি ব্লাকমেইল কিংবা চাঁদা দাবি করেছে। তাছাড়া ফেইক একাউন্ট দিয়ে হুমকি। যেখানে আমার কোন শত্রু তো দূরের কথা আমার সাথে কোনদিন কোন ব্যাক্তির সাথে কথা পর্যন্ত কাটাকাটি হয় নি। তিনি বলেন এটা আমার পরিচিত এরকম কেউ নেই যে এমন কাজ করবে আমার সাথে। এটা হতে পারে আমার ব্যবসার নাম ক্ষুন্ন করার জন্য না হয় আমাকে ছোট করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র।