সিলেটপোস্ট ডেস্ক::সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, খ্যাতিমান রাজনীতিবিদ ও চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পদক মকসুদ হোসেন বলেন, রাষ্ট্রপতি থাকাকালে তার ভূমিকা ছিল স্বচ্ছ ও দল-মতের ঊর্ধ্বে। জাতীয় রাজনীতিতে তার অবদান অনন্য। সুস্থধারার রাজনীতি, দুর্নীতি ও লুটপাটকারীদের বিরুদ্ধে তার অবদান বাংলার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।