সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

দেশের ক্রান্তিকালে প্রবাসীরা সবসময় দেশের পাশে দাঁড়ান: ফয়সল চৌধুরী

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট – ৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আমাদের প্রবাসীরা দেশের যেকোনো ক্রান্তিকালে জনগনের পাশে দাঁড়ান। একাত্তর থেকে ২০২৪ পর্যন্ত রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগে তারা তাদের দেশপ্রমের পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, প্রবাসীদের হাতে আমাদের সিলেট অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে আরও হবে। স্কুল কলেজ নির্মাণ, রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি তারা দেশের অসহায় মানুষের পাশেও নির্ভরতার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। অতীতের মতো বর্তমানেও তার অসংখ্য উদাহরণ আমাদের আশা জাগায়। আমরা তাদের সবসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথেই প্রবাসিদের অবদান স্মরণ করি।

তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুবেল আহমদকে দেয়া ফ্রান্স বিএনপি পরিবারের ১ লক্ষ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন মেম্বার।

ফ্রান্স বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন, রাসেল আহমেদ, শিব্বির আহমেদ, সুমন আহমেদ, সাহেদ আহমেদ, আক্তার হোসেন, নাজিম আহমদ, খাদির আহমদ, জিয়াউর রহমান, রুবেল আহমেদ, অলিউর রহমান, জাকির হোসেন, সাকিল আহমদ, লিটন আহমদসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিলের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আহসান জামিল, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, রাজিন আহমেদ, ওলিউর রহমান, মুন্না আহমেদ, শহীদুল ইসলাম, ফাহিম আহমেদ।

আরোও উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, মোল্লাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মেম্বার, সহ সভাপতি আয়াত আলি মেম্বার, আব্দুল গফুর, জালাল মেম্বার, উপজেলা যুবদল নেতা ছালা উদ্দিন আহমদ প্রমুখ।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অলিউর রহমান তারেক, শরিফ আহমদ, মুনুন্না আহমদ, আফজাল হোসেন মুন্না, জামিল আহমদ, রনি আহমদ, তাজুল আহমদ, সাজু আহমদ, সুহেল আহৃদ, খালেদ আহমদ, হারুন আহমদ, আব্দুল হাছিব আছাদ, মস্তইমিয়া, তাজউদ্দীন, নাজমুল মিয়া আছাদ উদ্দিন, মনসুর আহমদসহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রুবেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাদক্ষিনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.