সিলেটপোস্ট ডেস্ক::স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন নবগঠিত সিলেট জেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। তিনি এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসলে রোববার (৬ অক্টোবর) সিলেট জেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী একে এম ফারুক হোসেন, এসোসিয়েশন সভাপতি মাহমুদ হোসেন তোফা, সাবেক সভাপতি রাখাল দে, সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়ত হোসেন মনি, মামুন আহমদ মামুন, এসোসিয়েশনর সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. অলি চৌধুরী, ঠিকাদার রায়হান সজল প্রমুখ।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন বলেন, সিলেটের উন্নয়নমূলক কাজের অগ্রগতি করতে ঠিকাদারদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি চলমান সকল কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারদের প্রতি আহবান জানান।