সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি. চট্র-১৩২৬ এর অন্তর্ভুক্ত ধোপাদিঘির পাড় শিশু পার্ক সংলগ্ন তামাবিল শাখা অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন।
তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসী সোহেল আহমদ, আগা আসমত উদ্দিন মোস্তাক ও মো. ফয়সল আহমদের নেতৃত্বে আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। হামল¬াকারীরা অফিসে ব্যাপক ভাংচুর করে অফিসের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
হামলাকারীরা কয়েকদিন পূর্বেও তামাবিল শাখা অফিসে হামলার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, শ্রমিকরা সেসময় হামলাকারীদের প্রতিহত করেছিল। ঐদিনের হামলা চেষ্টার প্রেক্ষিতে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি যার নং- ২৫/২০২৪ইং। আদালত উক্ত মামলা আমলে নিয়ে কোতোয়ালি থানায় মামলা প্রেরণ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশনা প্রদান করেন।
হাজী রুনু মিয়া মঈন অভিযোগ করে আরো বলেন, সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে আদালতের নির্দেশনা অমান্য এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।