সিলেটপোস্ট ডেস্ক::সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বুধবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় নগরীর মারকাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বার ইকবাল কামাল। বক্তব্য রাখেন শিল্পী গোষ্ঠীর গানের দলের গ্রুপ লিডার শিল্পী কাকলি দত্ত মুন্নি, শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বার যথাক্রমে রুহুল আমিন রুহেল, কামাল আহমদ, দিলওয়ার হোসেন ও বুরহান আহমদ অপু।
উপস্থিত ছিলেন শিল্পী গোষ্ঠীর শিল্পী ইতি, সুহেল আহমদ, বকুল মিয়া, শিশু শিল্পী পূজা ঘোষ, অতসী দেব, ঐক্য দেবনাথ, কিংশুক বিশ্বাস সৌমিক প্রমুখ। আলোচনা সভা শেষে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গান মানুষের মনের খোরাক। গান গেয়ে সঙ্গীত শিল্পীরা মানুষের মনকে প্রফুল্ল রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছিলেন। সংগীত শিল্পীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করলে সংগীত অঙ্গন আরো এগিয়ে যাবে।
বক্তারা বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। বক্তারা সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম গতিশীল করতে সংগঠনের সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।