হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এখন সিলেট সরকারী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহিব বুল্লাহ এখন সিলেট সরকারী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের সাবেক এ নেতার বিরুদ্ধে কর্মস্থল ফাঁকি দেয়া নিয়ে এর আগে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। এ নিয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটিও। খোঁজ নিয়ে মুহিব বুল্লাহর বিরুদ্ধে নান দুর্নীতি ও অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সরকারী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ নোয়াখালী হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এ সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র ০৮/০২/২০১১ইং তারিখে প্রদান করেছেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং হাতিয়অ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ। এই সার্টফিকেটে উল্লেখ আছে ডা. মো. মুহিব বুল্লাহর পিতা হাজী আজিজুর রহমান ৪নং নলচিরাইউনিয়অন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং মুহিব বুল্লাহ একজন আওয়ামী পরিবারের সন্তান।
২০১১ সালে এই সার্টিফিকেট পাওয়ার পর থেকে মুহিব বুল্লাহকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন তিনি। ২২/১০/২০১১ তারিখে দেশীয় চিকিৎসা পদ্ধতির উন্নয়ন প্রকল্পের মেডিকেল অফিসার থেকে একলাফে সরকারী তিব্বিয়া কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) পদে দখল করে ২, ৬৯,৯৬৮ টাকা অনিয়মিতভাবে উত্তোলন করেন যাহা স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের মো. আবুল বামার ( এসএএস সুপারিপেনডেন্ট) এর অডিট ইনসপেকশনের ধরা পড়ে এখনও নিষ্পত্তি বা পরিশোধ হয় নাই। এই অভিযোগ অনিষ্পন্ন থাকায় স্বাস্থ্য অধিদপ্তর ডা. মো. মুহিব বুল্লাহকে তিব্বিয়া কলেজের অধ্যক্ষ পদ থেকে মেডিকেল অফিসার, ঢাকা মিরপুরস্থ সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে বদলি করেন ( স্বাঃঅধিঃ/হোঃদেঃচিঃ/ব্যক্তিগত/