সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও দৈনিক শুভ প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। মা-বাবার পর একজন শিক্ষাথর্ীকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলেন শিক্ষকরা। পরিবারের চেয়ে প্রাথমিক শিক্ষাথর্ীরা স্কুলে বেশি সময় ব্যয় করে। সব চেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে স্কুলে, সেই সময় শিক্ষকরা যে শিক্ষা দেন প্রতিটি শিক্ষিাথর্ীর জন্য গুরুত্বপূর্ণ। যে জাতি যত শিক্ষিত সে জাতি বেশি উন্নত। উন্নত জাতি গঠনে শিক্ষকরাই হচ্ছেন আসল কারিগর। শিক্ষকদের যথাযত মর্যাদা, সম্মান দিতে হবে।
তিনি গতকাল বুধবার আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুব আরা পল্লবী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সায়মা সুলতানা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ পাল দীপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আউয়াল, আম্বরখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল করিম শেখ, সাবেহ সহ-সভাপতি আব্দুল করিম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহবুব আরা পল্লবী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সামিয়া খাতুন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহনাজ তাকলিমা সাকী। মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণীর শিক্ষাথর্ী উরশিয়া উর্মি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আম্বরখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাহমিদা মুনহাজ, খালেদা বেগম, দিলারা বেগম, মাহরীজ হাসান, সালমা আক্তার মিতা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রেণীর শিক্ষাথর্ী তাহমিদুল হক আরিয়ান, গীতা পাঠ করেন ৪র্থ শ্রেণীর শিক্ষাথর্ী গোপী পলি।