মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি::কল্যাণ মূখি রাষ্ট্র গঠন ও জনগণের অর্থনৈতিক মুক্তির উন্নয়নে দেশের যুব সমাজ-কে এগিয়ে আসতে হবে
জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১পহেলা নভেম্বর শুক্রবার-২০২৪খ্রি সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবেদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ মূখি রাষ্ট্র গঠনে আমাদের যুব সমাজ-কে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য এগিয়ে আসতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহন করে তা কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরী হওয়া এবং দেশের সেবায় কাজ করে মানুষের সার্বিক কল্যাণ এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের সকল ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো: মহসীন’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো: আজহারুল ইসলাম, যুব সংগঠক মো: জসিম উদ্দিন, আব্দুল হান্নান।
এছাড়া উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে কর্মসংস্থান কাজ সহযোগিতার অংশ হিসােবে উপজেলার ১জন বেকার যুব মহিলাকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতি গঠনে একটি শপথ পাঠ করানো হয়েছে।