সংবাদ শিরোনাম
সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «   সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   চেম্বারের অবৈধ কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম-ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তারা  » «   নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছেন না সব শিক্ষার্থী  » «   সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   সীমান্তে ১৯ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ  » «   সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা শুক্রবার  » «   বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়- বিচারপতি খিজির আহমেদ চৌধুরী  » «   শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী  » «   লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত ১  » «   সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূয়া পুলিশসহ দুই যুবক আটক  » «   তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «  

ছাতকে খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলা ও পৌর খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে শহরের পাবলিক খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর খেলাফত মজলিসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার ও হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন,সহকারী ইনচার্জ সিলেট জোন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, মাওলানা সদরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সহ সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জালালাবাদ থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ, জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহমান।
বক্তব্য রাখেন, মাওলানা মঈনুল হক, মাওলানা দ্বীন মোহাম্মদ আব্দুল কাদির, এনামুল হক আলী, কে এম সালেহ আহমদ, হাফিজ নূরে আলম চৌধুরী,  প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোহাম্মদ মোশাহিদ আলী, জাকির হোসাইন সাঈদ, হাফিজ আজিজুল হক, মাওলানা কাওসার আহমেদ তালুকদার, মাওলানা জুনাইদ আহমেদ, জুবায়ের আহমদ নাবিল, হাফিজ আবুল হোসেন ইনু, তোফায়েল আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, বায়জিদ আহমেদ, রশিদ আহমদ, আবু সালেহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমিরুল হক, হাফিজ সিদ্দিকুর রহমান, শাহ আলম প্রমূখ।
প্রধান অথিতি প্রিন্সিপাল মাওলানা  শায়খ মজদুদ্দীন আহমদ বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। সে আয়ামাদের ভোটের অধিকার হরণ করেছিল। বিগত তিনটি সংসদ নির্বাচনে হাসিনাসহ বিনা ভোটে এমপি মন্ত্রীরা দেশ লুটে পুটে খেয়েছে। কথা বলারও স্বাধীনতা ছিলনা। কথা বললে গুম খুন করা হয়েছিল। সিলেটের এম ইলিয়াস আলীকেও ওই জালিম সরকার গুম করেছে। পুলিশ দিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে পঙ্গু করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। কোন কালেই জালিম-নমরুদদের আল্লাহ পাক রেহায় দেন নি। অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম। এই জালিম চেয়েছিল সারা জীবন সরকার থাকবে এবং তারপরে সরকার হবে তার ছেলে কিন্তু আল্লাহ পাক তা পূরণ করতে দেন নি। এই দেশ আলিম উলামার দেশ। আগামীর সরকার হবে ইসলামী সরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খেলাফত মজলিসের কর্মিরা ব্যানার- ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকারে সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.