ছাতকে খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
বক্তব্য রাখেন, মাওলানা মঈনুল হক, মাওলানা দ্বীন মোহাম্মদ আব্দুল কাদির, এনামুল হক আলী, কে এম সালেহ আহমদ, হাফিজ নূরে আলম চৌধুরী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোহাম্মদ মোশাহিদ আলী, জাকির হোসাইন সাঈদ, হাফিজ আজিজুল হক, মাওলানা কাওসার আহমেদ তালুকদার, মাওলানা জুনাইদ আহমেদ, জুবায়ের আহমদ নাবিল, হাফিজ আবুল হোসেন ইনু, তোফায়েল আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, বায়জিদ আহমেদ, রশিদ আহমদ, আবু সালেহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমিরুল হক, হাফিজ সিদ্দিকুর রহমান, শাহ আলম প্রমূখ।
প্রধান অথিতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। সে আয়ামাদের ভোটের অধিকার হরণ করেছিল। বিগত তিনটি সংসদ নির্বাচনে হাসিনাসহ বিনা ভোটে এমপি মন্ত্রীরা দেশ লুটে পুটে খেয়েছে। কথা বলারও স্বাধীনতা ছিলনা। কথা বললে গুম খুন করা হয়েছিল। সিলেটের এম ইলিয়াস আলীকেও ওই জালিম সরকার গুম করেছে। পুলিশ দিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে পঙ্গু করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। কোন কালেই জালিম-নমরুদদের আল্লাহ পাক রেহায় দেন নি। অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম। এই জালিম চেয়েছিল সারা জীবন সরকার থাকবে এবং তারপরে সরকার হবে তার ছেলে কিন্তু আল্লাহ পাক তা পূরণ করতে দেন নি। এই দেশ আলিম উলামার দেশ। আগামীর সরকার হবে ইসলামী সরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খেলাফত মজলিসের কর্মিরা ব্যানার- ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকারে সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।