সংবাদ শিরোনাম
সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «   সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   চেম্বারের অবৈধ কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম-ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তারা  » «   নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছেন না সব শিক্ষার্থী  » «   সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   সীমান্তে ১৯ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ  » «   সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা শুক্রবার  » «   বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়- বিচারপতি খিজির আহমেদ চৌধুরী  » «   শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী  » «   লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত ১  » «   সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূয়া পুলিশসহ দুই যুবক আটক  » «   তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «  

ছাতকে ৫০ বছর ধরে খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে মাছ, আধুনিক মাছ বাজার নির্মান সময়ের দাবী

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে বসে ৫০ বছর ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের এক নং খতিয়ান ভূক্ত প্রায় এক একর জায়গায়র উপর ১৯৮১ সালে জেলার মধ্যে প্রথম রেজিষ্ট্রাডকৃত রেজি নং ১৭৪৭ অন্তর্ভুক্ত হয় ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। উপজেলার এ মাছ বাজারে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটলেও নেই কোন নাগরিক সুযোগ সুবিধা। বাজারটি পাকা না থাকায় সেঁতসেঁতে কর্দমাক্ত অবস্থায় মাছ কেনা বেচা করতে হয়। স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মাছ বিক্রেতারা হাত ধুঁয়া সহ প্রশ্রাব পায়খানায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় ৪০ বছর আগে একটি সেড নির্মান করলেও টিনে মরিচা পড়ে সেডটি এখন জরাজীর্ণ হয়ে মানুষ বসার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় আড়াইশ থেকে তিনশ মাছ ব্যবসায়ী জরাজীর্ণ, সেঁতসেঁতে খোলা আকাশের নিচে সামিয়ানা টাঙ্গানো অবস্থায় বৃষ্টি আসলে ক্রেতারা দিক বিদিক ছুটাছুটি করে অন্যত্র আশ্রয় নিলে বাজারটি খালি হয়ে গেলে ব্যবসায়ীরা অনিশ্চিতয়তার মধ্যে পড়ে। অনেক সময় বিক্রি না করতে পেরে মাছ গুলো নদীতে ও ফেলে দিতে হয়। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। বাজারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ না থাকায় অনেক যায়গা বেদখল হয়ে পড়েছে। বাজারের পাশে কসাই পট্টি থাকায় গরু-ছাগলের  বর্জ্য আবর্জনা ফেলায় দর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা নাক চেপে বাজারে হাঁটতে হয়। এতে পরিবেশের ও মারাত্মক ক্ষতি হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ আর সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। নতুন ভবন নির্মাণ, একটি নলকূপ স্থাপন, বর্জ্য আবর্জনা অন্যত্র সরিয়ে নেয়া সহ একটি আধুনিক মাছ বাজার নির্মানে দ্রুত ব্যবস্থা নেয়া এখানকার মাছ ব্যবসায়ীদের জুর দাবী।

এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ী লিলু মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছি। আবর্জনার স্তূপের উপরে বসে মাছ বিক্রি করছি।

এ ব্যাপারে ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডর সভাপতি বাবুল মিয়া বলেন, প্রতিবছর আমরা ৭-৮ লক্ষ টাকায় পৌর সভা থেকে বাজারটি লীজ আনলেও পৌর সভা আমাদেরকে নূন্যতম সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা বাজারের দ্রুত সংস্কার চাই।

এ ব্যাপারে ছাতক বাজার বালি উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, আমাদের পূর্ব পুরুষরা মাছ বাজারটি প্রতিষ্টা করতে সহায়তা করলেও দীর্ঘদিন ধরে কোন সংস্কারের উদ্যোগ না নেওয়ায় বাজারটিতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত একটি আধুনিক মাছ বাজার নির্মান এখন সময়ের দাবী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না জানান আগামী মাসে কিচেন মার্কেটের একটা টেন্ডার হবে তবে আধুনিক মাছ বাজার নির্মানে আপাতত কোন টেন্ডার প্রক্রিয়ায় নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.