সিলেটপোস্ট ডেস্ক::হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের জন্য ‘Immersive Futures: A Virtual Reality Experience’ শীর্ষক ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর প্রথম ধাপে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা চয়নিকা পন্ডিত, আইসিটি সেলের টিম লিড প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বক্তব্যে বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাধুনিক ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সহায়তায় ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং পৃথিবীর সেরা অধ্যাপকদের ক্লাসে অংশগ্রহণের সু্যোগও পাবেন’। প্রাণি সম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা ‘মেটা কোয়েস্ট প্রো’ ব্যবহার করে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বিভিন্ন প্রাণির জীবনাচরণ, খাদ্যাভাসের সাথে পরিচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জানান, আগামীতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও ‘Immersive Futures: A Virtual Reality Experience’ পর্যায়ক্রমে আয়োজন করা হবে।