সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।