সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

সাম্প্রদায়িক বিদ্বেষ নয়,  বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে :  মিফতাহ্ সিদ্দিকী

সিলেটপোস্ট ডেস্ক::বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধেরমূখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

রাষ্ট্রদ্রোহের মত অপরাধ করার পরও এক ব্যাক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীর অন্য যেকোন দেশের জন্য উদাহরণ। তাই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ন এখানে মূখ্য বিষয় নয়। আমরা সকলেই সমান নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশী। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়,  বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে তাদের বিচার করা হবে। শেখ হাসিনা সহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব কলিম উদ্দিন মিলন এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারিদিকে ছড়িয়ে রয়েছে, তারা যেন কোন ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরী না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমূখ।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মামুনুর রশীদ শান্ত, মো: সৈয়দ হোসেন, আব্দুস সালাম, শাহেদ আলী, মুক্তার হোসেন, মো: জামাল হোসেন, মো: সেনোয়ার হোসেন, এনামুল গনি রুবেল, শাহিবুর আলম, শহীদুল ইসলাম, রেজাউল হক রেজা, মো: আবে হায়াত, শাহনেওয়াজ আকন্দ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.