সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

ইলমে দ্বীনের একনিষ্ঠ খাদিম অধ্যক্ষ কমরুদ্দীন চৌধুরী-সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সিলেটপোস্ট ডেস্ক::হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলী’র অবসরগ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার, বাদ যোহর, সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ, সুন্নাতে নববীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাকে এ পরিসরে নিয়ে আসতে আমি আমার বাবার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে তা বাস্তবায়নে রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার জীবনের ৩৮টি বছর এই মাদ্রাসার খেদমতে অতিবাহিত করেছি। আমি আমার সততা, মেহনত, মননশীলতা দিয়ে সকল বাধাবিপত্তি অতিক্রম করে এই মাদ্রাসাকে সফলতার দ্বারপ্রান্তে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। এই মাদ্রাসার প্রতিটি ধূলিকণার সাথে আমার যে আত্মার সম্পর্ক এতদিন ছিল তা চিরদিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের নিকট গুজারিশ- আমি যেন দ্বীনের খেদমতে বাকি জীবন অতিবাহিত করতে পারি।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাওলানা মো. আব্দুর রকীব এর সভাপতিত্বে ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা বেলাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী বলেন, শিক্ষকতা এমন একটি পেশা যার কোন অবসর নেই, কর্মক্ষেত্রের পরিবর্তন মাত্র। একজন শিক্ষকের চাকুরী বিরতীর পরে তঁার কর্মপরিধি আরো বেড়ে যায়। কেবল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা দিয়েই কোন শিক্ষক দায় এড়াতে পারেন না, বরং জাতি, সমাজ, রাষ্ট্রসহ পুরো বিশ্ব আমাদের থেকে আরো কিছু আশা করে। মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলী দেশের মাদরাসা শিক্ষাকে সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা করছেন। শুরুলগ্ন থেকেই তিনি জমিয়াতুল মোদার্রেছীনের দায়িত্ব পালন করে আসছেন। মাদরাসা শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি তিনি তঁার মরহুম পিতার আদর্শ আকড়ে ধরে অসমাপ্ত কাজসমূহ আঞ্জাম দিচ্ছেন। এজন্য জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে তঁাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে সারাজীবন বিলিয়ে দিয়েছেন। তিনি ইলমে দ্বীনের একজন একনিষ্ঠ খাদিম। তার দৃঢ় নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, সততা ও কর্তব্যগুণে তিনি বাংলাদেশের শিক্ষাঙ্গণে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন। তার প্রচেষ্ঠায় হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সাফল্যের উচ্চ শিখরে উন্নীত হয়েছে। এই মাদ্রাসাকে ক্ষুদ্র থেকে আজকের এই পরিসরে নিয়ে আসার পিছনে তার অবদান অনস্বীকার্য। তিনি সরকারি বিধি মোতাবেক অবসরগ্রহণ করলেও এই মাদ্রাসার প্রতি তার দায়িত্ব ও প্রচেষ্ঠা আজীবন অব্যাহত থাকবে। তার ইলমের আলোয় আলোকিত হয়ে হাজারো শিক্ষার্থী আজ দেশ-বিদেশে সুনাম অর্জন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা মো: ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ.কে.এম মনোওর আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো: রইছ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী, ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর কমান্ডার নোমান আহমদ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কবি কালাম আজাদ, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: নোমান আহমদ, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মো: মইনুল ইসলাম পারভেজ, দারুল হাদিস লতিফিয়া ইউকের সাবেক অধ্যক্ষ মাওলানা মো: ইলিয়াছ হোসাইন, আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ অলিউর রহমান ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতহার, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মুছাব্বির, চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছরওয়ারে জাহান, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ফারুকী, বিশ্বানাথ কামিল মাদ্রাসার মাওলানা নোমান আহমদ, সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দীন আলীপুরী, আনজুমানে আল ইসলাহর অফিস সম্পাদক জনাব মাওলানা আতাউর রহমান, উত্তর মোলাইম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: শামছুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা নজীর আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাওলানা মোঃ আজিজুর রহমান, গভর্র্ণিং বডির সাবেক সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাবেক দাতা সদস্য আবুল ফাত্তাহ মো: ফাহিম, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা মোঃ মুশাহিদ আলী ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব মাওলানা রেদ্বাউল করীম।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.