সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা শুক্রবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার উদ্যোগে মহানগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগরীর সকল থানার অন্তভূক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি বৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও চা চক্র শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জিন্দাবাজারস্থ আলহামরা শপিং সিটিস্থ বাফেট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।