সিলেটপোস্ট ডেস্ক::পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ বলেছেন, ‘পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতোমধ্যে গ্রাহকদের আস্তার প্রতীকে পরিণত হয়েছে। পূবালী ব্যাংকের বৃহৎ পরিমাপের পেইড-আপ-ক্যাপিটাল, বড় আকারের বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষণা দল গ্রাহকদের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে চলেছে। উপযুক্ত বিনিয়োগ পরামর্শ পেয়ে গ্রাহকরাও হচ্ছেন উপকৃত। তিনি সিলেটে নব প্রতিষ্ঠিত পূবালী ব্যাংক সিকিউরিটিজ ‘ডিজিটাল বুথ’র সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের আহবান জানান।
মো. আহসান উল্লাহ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারের ৫ম তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ‘ডিজিটাল বুথ’ এ আয়োজিত ‘ইনভেস্টর এওয়ারনেস প্রোগ্রাম’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূবালী ব্যাংক পিএলসি, সিলেট মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক মো: কবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মুশাহিদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, ব্যাংকের অন্যান্য বুথের ন্যায় সিলেটের বুথেও আছে নূন্যতম খরচে বিও হিসাব পরিচালনার সুযোগ। তিনি জানান, এছাড়াও মোবাইল আ্যপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং ইন্সট্রাকশন’ পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারি বন্ডে বিনিয়োগ সহযোগিতাসহ নানা সুবিধা পাবেন সিলেটের ‘ডিজিটাল বুথ’র গ্রাহকরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পূবালী সিকিউরিটিজ লিমিটেড সিলেটস্থ ‘ডিজিটাল বুথ’র ইনচার্জ মো. শহিদুল হক। এতে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট বিনিয়োগ পরামর্শক ও শিল্প উদ্যোক্তা বিদ্যুৎ কান্তি দাশ ও গ্রাহক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদে্যুাৎ কান্তি দাশ, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা-ব্যবস্থাপক ফসিহ উদ্দিন মাহতাব প্রমুখ।