সিলেটপোস্ট ডেস্ক ::সিলেটে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) সংগঠনের মতবিনিময় সভার নামে গোঠা সিলেট জুড়ে ধনাট্য ও বিত্তশালী ব্যক্তির কাছে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। চলতি মাসের ১৬ ডিসেম্বর ২০২৪ইং সিলেট যুব মহিলা লীগের নেত্রী লাকি আক্তার ওরফে লাকি আহমেদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিজ ফেসবুক পেইজ (লাকি আহমেদে) বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) এর একটি ব্যানার আপলোড দিয়ে উক্ত সংগঠনের সিলেট জেলা ও মহানগর কমিটিতে যারা আছেন, তাদের কে ফোন কলের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়, এবং সকল কর্মীদের ঠিক সময় সিলেট তালতলা পয়েন্ট, হোটেল গুলশান রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ১৯ ডিসেম্বর ২০২৪ইং (বৃহস্পতিবার) বিকেল ৩ ঘটিকার সময় সভায় উপস্থিত করা নিদের্শন প্রদান করায়।
সূত্রে জানা যায়, লাকি আহমেদ ও তার সহযোগী কামরুল হাসান জুলহাস ও দৈনিক বিকেল বার্তার পত্রিকার সিলেট প্রতিনিধি রানা সহ কয়েক জন মিলে সিলেট জেলা শহর ততা প্রবাসী অধ্যুষিত এলাকা নবীগঞ্জ, জগন্নাথপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জৈন্তাপুর এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রবাসীদের নিকট থেকে কর্মী সম্মেলনের নামে চাঁদা উত্তোলন করে থাকে। নবীগঞ্জের এক লন্ডন প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির কাছে থেকে লেবার ফেডারেশন (বিএলএফ) উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে বলে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। তাছাড়া ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন এলাকার ধনাট্য ব্যক্তিদের কাছ থেকে অনুষ্ঠানের নামে ৭০ থেকে ৮০ হাজার টাকা চাঁদা উত্তোলন করা হয়েছে।
ফেডারেশন (বিএলএফ) সংগঠনের মতবিনিময় সভার নামে তারা ১৯ ডিসেম্বর পর্যন্ত ৫ লক্ষ টাকা উত্তোলনের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এটি আসলে কি ধরনের সংগঠন রাজনৈতিক না সামাজিক সংগঠন সিলেটের সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। জানা যায়, লাকি ও এ চক্র সিলেটে বিভিন্ন সংগঠনের নামে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজী করে আসছে। ইতোপূর্বে কামরুল হাসান জুলহাস একটি সামাজিক সংগঠনের নামে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।