সিলেটে লেবার ফেডারেশনের সভার নামে চাঁদা উত্তোলনের অভিযোগ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ
সূত্রে জানা যায়, লাকি আহমেদ ও তার সহযোগী কামরুল হাসান জুলহাস ও দৈনিক বিকেল বার্তার পত্রিকার সিলেট প্রতিনিধি রানা সহ কয়েক জন মিলে সিলেট জেলা শহর ততা প্রবাসী অধ্যুষিত এলাকা নবীগঞ্জ, জগন্নাথপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জৈন্তাপুর এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রবাসীদের নিকট থেকে কর্মী সম্মেলনের নামে চাঁদা উত্তোলন করে থাকে। নবীগঞ্জের এক লন্ডন প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির কাছে থেকে লেবার ফেডারেশন (বিএলএফ) উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে বলে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। তাছাড়া ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন এলাকার ধনাট্য ব্যক্তিদের কাছ থেকে অনুষ্ঠানের নামে ৭০ থেকে ৮০ হাজার টাকা চাঁদা উত্তোলন করা হয়েছে।
ফেডারেশন (বিএলএফ) সংগঠনের মতবিনিময় সভার নামে তারা ১৯ ডিসেম্বর পর্যন্ত ৫ লক্ষ টাকা উত্তোলনের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এটি আসলে কি ধরনের সংগঠন রাজনৈতিক না সামাজিক সংগঠন সিলেটের সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। জানা যায়, লাকি ও এ চক্র সিলেটে বিভিন্ন সংগঠনের নামে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজী করে আসছে। ইতোপূর্বে কামরুল হাসান জুলহাস একটি সামাজিক সংগঠনের নামে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।