সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

সিলেট মাতৃমঙ্গল হাসপাতালে এ্যাম্বুলেন্স ও নার্সিং কলেজে বাস উপহার দিল রেড ক্রিসেন্ট

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রাপ্ত সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের জন্য বাস গাড়ি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মিলনায়তনে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মো: নুরুল আলম খানের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রবীন চৌধুরী লাবিব ইয়াসিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো: আমিনুল ইসলাম।

বক্তব্যে বলেন, বৈষম্যহীন সভা প্রদানে অন্যান্য ভূমিকা রাখবে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের ভূমিকা এবং মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন যা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, অথবা জরুরি অবস্থায় আক্রান্ত জনগণের সাহায্যে কাজ করে। এর মূল লক্ষ্য হল বৈষম্যহীনভাবে সব মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না। রেড ক্রিসেন্ট বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে, যেমন চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা, আশ্রয় প্রদান, এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সব কিছুই তারা সম্পূর্ণভাবে মানবতার আদর্শে ভিত্তি করে করে থাকে। এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি তাদের গভীর দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাউরাসহ হাসপাতাল, রক্ত কেন্দ্র, নার্সিং কলেজ, পিপিপি প্রজেক্ট ও রেজিলিয়েন্স প্রজেক্টের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পূর্বে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের বাসের চাবি হস্তান্তর ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.