সিলেটপোস্ট ডেস্ক::অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় সিলেটের কৃতিসন্তান ও গবেষক, রকীব শাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমদের ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হলো- শয়তানের পলায়ন, লালসালুদের শিংগা, ইসলাম প্রচারে মরমী সংগীতের ভূমিকা ও মিনহাজুল আশিকীন। গ্রন্থগুলো পাওয়া যাচ্ছে বইমেলার ১৬৮-১৬৯ নম্বর স্টলে মাত্রা প্রকাশে।
একই সময়ে গ্রন্থগুলো সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ‘আলোর অন্বেষণ’ আয়োজিত বইমেলার রকীব শাহ্ রিসার্চ সেন্টারের স্টলেও পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, গত শনিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে। এদিকে, সিলেটে ‘আলোর অন্বেষণ’ আয়োজিত বইমেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।