সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লার গৌছুল উলূম জামেয়া ইসলামি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১২ই জানুয়ারি রোববার। এ দিন সকাল ১০ টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরুনার পীর সাহেব মুফতী রশীদুর রহমান ফারুক, ঢাকার মুফতী নজরুল ইসলাম কাসিমী, লাফনাউট মাদ্রাসার মাওলানা ক্বারী তৈয়বুর রহমান, মাওলানা নাজমুদ্দীন কাসিমী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করবেন- বানিয়াচং ফাজিল মাদ্রাসার মাওলানা আবদাল হুসেন খান, সুবহানীঘাট মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আহমদ কবির, প্রিন্সিপাল (রহ.) এর সাহেবজাদা মাওলানা সামিউর রহমান মুসা, পাটলী মুফতী শামসুল ইসলাম, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব সিরাজুল ইসলাম, আব্দুস সালাম জামে মসজিদ পীর মহল্লার খতিব মাওলানা নাজমুল ইসলাম, পশ্চিম মহল্লার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতী মুখতার হোসাইন জালালী, সুবহানীঘাট মাদ্রাসার শিক্ষক মুফতী জাকারিয়া মাহমুদ, মাওলানা আব্দুর রউফ, মুফতী সুফিয়ান আহমদ ফারুকী, মুফতী আইনুল ইসলাম আযাদী।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন ঝিঙ্গাবাড়ি হুজুর মাওলানা মাশুক উদ্দীন, দারুস সালাম মাদ্রাসা খাসদবির’র মুহতামিম শায়খ মুফতী ওলিউর রহমান, জামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সুবহান ও মাওলানা রেজাউল করীম জালালী। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল শহীদ, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা পীর আব্দুল জব্বার।
পঠিত : 40