জকিগঞ্জ চিনিরচক গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল করিম লষ্কর’র ইন্তেকাল করেছেন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণজকিগঞ্জ প্রতিনিধি::সিলেটের জকিগঞ্জ কসকনকপুর ইউনিয়নের চিনিরচক গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল করিম লষ্কর (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগ ছিলেন। ২১ জানুয়ারি ২০২৫ইং (মঙ্গলবার) দুপুরে সিলেট শাপলাভগস্থ বাসায় শারীরিক অবস্থা খারাপ হলে তাৎক্ষণিক সিলেট আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৬ টায় ইন্তেকাল করেন। মৃতুকালে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা ২২ জানুয়ারি ২০২৫ইং (বুধবার) সকাল ১১ টায় চিনিরচক গ্রামে ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারিক সূত্রে জানা যায়। মরহুম আব্দুল করিম লষ্কর চিনিরচক গ্রামে ওয়াতির আলী হাফিজ সাহেবের প্রথম পুত্র। তিনি জীবদ্দশায় সিলেটের বিভিন্ন মসজিদ ও সৌদি আরবের একটি মসজিদের ইমামতি করেছেন বলে জানা গেছে।