সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মরহুমেরর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মান্নান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী একজন বীর সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন দল পাগল কর্মীকে হারালাম। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।