সিলেটপোস্ট ডেস্ক::খেলাফত মজলিস সিলেট মহানগরীর আওতাধীন শাহপরান পশ্চিম থানা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শুরার অধিবেশন বুধবার (১২ মার্চ রাত) ১০.৩০টায় অনুষ্টিত হয়। শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি জনাব শাহ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান।
শুরার অধিবেশনে থানা শাখার বার্ষিক রিপোর্ট পেশ করেন শাখা সেক্রেটারি হাফিজ মাওলানা বাহা উদ্দিন আরমান। বিদায়ী সভাপতির বক্তব্য পেশ করেন বিগত সেশনের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ।
অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য শাহপরান পশ্চিম থানা শাখার কমিটি পুনর্গঠন করা হয়। নির্বচনী কার্যক্রম পরিচালনা করেন মহানগর সভাপতি ও নির্বাচন কমিশনার হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
২০২৫-২৬ সেশনের জন্য নির্বাচিত দায়িত্বশীলগণ হলেন, সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন আরমান, মাওলানা আনওয়ার হোসাইন, হাফিজ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক লিটন আহমদ জুম্মান, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আল মামুন, মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছিদ্দিক আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা নুমান বিন বাশার, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ কামাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জুনাইদ আহমদ সালেহ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ, মহিলা সম্পাদিকা মিসেস জাকারিয়া আল হাসান, সহ-মহিলা সম্পাদিকা মিসেস আব্দুল হামিদ, মিসেস বাহা উদ্দিন আরমান।