সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: ফয়সল চৌধুরী

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহৃদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। আমাদেরকে দেখে দেশের মানুষ যাতে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারেন, তেমন উদাহরণ বেশী বেশী তৈরি করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগনের অধিকার হরণ করে দেশে যে লুটপাটের রাজনীতি কায়েম করেছিল, ছাত্র-জনতার জুলাই আগস্ট আন্দোলনে তা ভেসে গেছে। স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সময় এখন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার। সেজন্য প্রয়োজন দ্রুত জাতীয় নির্বাচনের। অন্তরবর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আগ্রহ নিয়ে অপেক্ষায়। অনতিবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের অপেক্ষার অবসান ঘটাতে হবে। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সোচ্চার হতে হবে।

তিনি মঙ্গলবার (১৭ রমজান, ১৮ মার্চ) গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন এবং যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দারার  সঞ্চালনায় অনুষ্টিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন জননেত্রী হিসাবে দেশে-বিদেশে বিখ্যাত। সেই নেত্রীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার কারান্তরিন রেখে নির্যাতন করেছে। তিনি অসুস্থ। আমরা তাঁর রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। আগামী নির্বাচনে আবারও বিএনপিকে জয়ী করে সকল নির্যাতন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সহ সভাপতি গোলাম কিবরিয়া, বিএনপি নেতা লায়েছ আহমদ, প্রবাসী বিএনপি নেতা মিসবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য এহসানুল করিম মিশু।

বেগম জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন লক্ষনাবন্দ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল আজিজ।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, রেকল, জহির উদ্দিন,  এমাদ, আশরাফ উদ্দিন, এমদাদুল হক, আমির উদ্দিন, ফারুক আহমদ, মাস্টার গিয়াস, আব্দুল খালিক পাখী, নজরুল ইসলাম, আবিদুল  হক শাহান, জুনেদ আহমদ, জালাল উদ্দিন, রুমেল, মুজিবুর রহমান, আব্দুল মতিন, রফিক উদ্দিন, মনির উদ্দিন, রেদোয়ান প্রমুখ। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.